DailySangram-Logo

ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে: মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মৃত্যু নিশ্চিত জেনেই আমাদের একাগ্রতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ এগিয়ে নিতে হবে। সকল প্রতিকূলতা মাড়িয়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।

স্টাফ রিপোর্টার
Untitled

স্টাফ রিপোর্টার, গাজীপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “মৃত্যু নিশ্চিত জেনেই আমাদের একাগ্রতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে ইসলামের দাওয়াতি কাজ এগিয়ে নিতে হবে। সকল প্রতিকূলতা মাড়িয়ে ইসলামের আদর্শ প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম চলবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর মহানগর জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টঙ্গী তাথমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “কোনো কাজেই গাফিলতি করা যাবে না। প্রত্যেক নেতা-কর্মীকে পক্ষপাতমুক্ত জীবনযাপন করতে হবে এবং প্রতিটি কাজে আল্লাহকে হাজির-নাজির জেনে কাজ করতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গাজীপুর মহানগরকে ইসলামের দুর্গে পরিণত করতে হবে। এ জন্য প্রত্যেক ইউনিট প্রতিনিধিকে দায়িত্বশীল হতে হবে, রাজনৈতিক ও সাংগঠনিক যোগ্যতা বৃদ্ধি করতে হবে এবং সমাজে এর প্রতিফলন ঘটাতে হবে।

সম্মেলনের বিশেষ অতিথি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর আজকের সম্মেলন মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা আল্লাহর অশেষ রহমত। আমাদের উচিত বেশি বেশি দাওয়াতি কাজের মাধ্যমে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করে না, বরং সমাজ ও রাষ্ট্রব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংগ্রাম করে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, “জামায়াতের নেতা-কর্মীরা আল্লাহ ও তাঁর রাসূলের উত্তরসূরি হিসেবে কাজ করেন। তাঁরা কুরআন-হাদিসকে আঁকড়ে ধরে রেখেছেন। কোনো প্রপাগান্ডা তাদের দমিয়ে রাখতে পারবে না।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন। তিনি বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমাদের সবাইকে দ্বীনি দাওয়াতি কাজ এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, “আমাদের দায়িত্বশীলদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতিতে তারা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেন। গাজীপুরের প্রতিটি এলাকায় দাওয়াতি কাজ আরও গতিশীল করতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. অধ্যক্ষ মাওলানা মো. খলিলুর রহমান মাদানী, গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলম,

গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হোসেন আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাউদ্দিন আইয়ুবী।

সম্মেলনে অংশগ্রহণকারীরা জামায়াতের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আরও সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সম্মেলন থেকে গাজীপুর মহানগরে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং নেতা-কর্মীদের রাজনৈতিক, সামাজিক ও দাওয়াতি কাজে আরও সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।