DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

বিএনপি’র ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক
63ec7671-b259-4322-a38c-fc633009ccbc.jpg

বিএনপি বর্ষীয়ান নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। ৮২ বছর বয়সী এই নেতা দলটির ভাইস চেয়ারম‍্যান পদে ছিলেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকার ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং। তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিএনপি’র ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, আজ বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বিএনপির সর্বশেষ শাসনামলে মি. নোমান মন্ত্রিত্ব পান।