রাজনীতি
নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক, যা জানা গেল
"আমরা মূলত জানতে চেয়েছি, নির্বাচন কমিশন এই মুহূর্তে কী কার্যক্রম পরিচালনা করছে এবং জাতীয় নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি কতটুকু। এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি।"
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধিদল। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ রয়েছেন। বৈঠকে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদও রয়েছেন। বিএনপির প্রতিনিধিদলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।
গত নভেম্বরে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিই বিএনপির সঙ্গে তাদের প্রথম বৈঠক।
বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, "আমরা মূলত জানতে চেয়েছি, নির্বাচন কমিশন এই মুহূর্তে কী কার্যক্রম পরিচালনা করছে এবং জাতীয় নির্বাচনের জন্য তাদের প্রস্তুতি কতটুকু। এসব বিষয় নিয়েই আমরা আলোচনা করেছি।"
তিনি আরও বলেন, "বৈঠকের পর আমাদের কাছে মনে হয়েছে, কমিশনের বক্তব্য অনুযায়ী, আগামী মে-জুন মাসের মধ্যে তারা ভোটার তালিকা আপগ্রেডসহ নির্বাচনের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত হবেন।"
তবে নজরুল ইসলাম খান মনে করেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বর্তমানে নির্বাচন কমিশনের হাতে নেই। তিনি বলেন, "দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী, কোনো সরকার পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। কিন্তু এখন তো সে নিয়মে দেশ চলছে না। ফলে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সরকারের তরফ থেকে নির্বাচন আয়োজনের জন্য অনুরোধ জানাতে হবে।"
তিনি বলেন, "যদি মে-জুন মাসের মধ্যে কমিশন সম্পূর্ণ প্রস্তুত থাকে, তাহলে যেকোনো সমস্যার সমাধান করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।"