জাতীয়
আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে রাখা হয়েছিলো: আসিফ মাহমুদ
নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি। দেয়ালের ছিদ্র গুলোতে এক্সস্ট ফ্যান ছিল।
![Screenshot_2](https://static.dailysangram.com/images/Screenshot_2_LrQWfqh.original.jpg)
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিদেশি গণমাধ্যমের সাংবাদিক ও ভুক্তভোগীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন।
রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হেডকোয়ার্টারে অবস্থিত আয়নাঘরসহ তিনটি স্থান পরিদর্শন করেন।
আয়নাঘর পরিদর্শনে যান উপদেষ্টা আসিফ মাহমুদও। তিনি নিজের ফেসবুকে লেখেন জুলাই আন্দোলনে কোন রুমে তাকে রাখা হয় সেটা বর্ণনা দেন।
আসিফ মাহমুদ লেখেন, আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিলো।
আসিফ মাহমুদ আরও লেখেন, নাহিদ ভাইকেও রাখা হয়েছিল একই ভবনের অন্য একটি সেলে। দেয়ালের টেক্সচার দেখে চিনতে পেরেছি। দেয়ালের ছিদ্র গুলোতে এক্সস্ট ফ্যান ছিল।