জাতীয়
হাসনাত আব্দুল্লাহ
‘৫ আগস্টের পরে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে আ. লীগ’
৫ আগস্টের পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
![5cb2e3ce542b8155d81ebf12c1e594ae9868b850847cd72b](https://static.dailysangram.com/images/5cb2e3ce542b8155d81ebf12c1e594ae9868b850847cd72_enulW39.original.jpg)
৫ আগস্টের পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) কমেন্ট দেখলেই বোঝা যায়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টে হুমকি ধামকির স্বাধীনতা উপভোগ করছে।’
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের মধ্যে নূন্যতম সরি ফিলিংস নেই। এখনো হুমকি ধামকি অব্যহত আছে।
’
কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘৩২ নম্বরের বাড়ি ৫ আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে।’
তিনি আরো বলেন, ‘পরবর্তী বাংলাদেশটা আমাদের। আমারা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের।
সচিব-আমলাদের প্রতি ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ‘সচিবালয়ের গতি যেন ৩২ নম্বরের মতো না হয়, সচিবালয়ের গতি যেন গণভবনের মতো না হয়।