DailySangram-Logo-en-H90

জাতীয়

আখেরি মোনাজাতে সমাপ্ত হলো এ বছরের বিশ্ব ইজতেমা

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বৃহৎ ধর্মীয় সমাবেশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে মোনাজাত শেষ হয়, যা পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
ejtema-2311151812

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত এ বছরের বৃহৎ ধর্মীয় সমাবেশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৮ মিনিটে মোনাজাত শেষ হয়, যা পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এর আগে, ফজরের পর বয়ান দেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা মোরসালিন, যার বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় হেদায়েতি বয়ান শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

বিশ্ব ইজতেমার ইতিহাস ঘাটলে জানা যায়, ১৯৪৬ সালে ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়। পরবর্তীতে ১৯৬৬ সালে স্থানান্তরিত হয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে এটি নিয়মিত আয়োজিত হচ্ছে।

চলতি বছরের ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলে, যা শুরায়ি নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এরপর ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিদের অংশগ্রহণে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয়, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।