জাতীয়
একুশে পদক পাচ্ছেন মেহেদী হাসান এবং অভ্র’র পুরো টিম
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলা লেখার সফটওয়্যার অভ্র’র জন্য মেহদী হাসান খানকে এককভাবে একুশে পদকে ভূষিত করা হলেও অভ্র তৈরিতে সহযোগীতা করা রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফাকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
![একুশে পদক পাচ্ছেন মেহেদী হাসান এবং অভ্র’র পুরো টিম](https://static.dailysangram.com/images/auvro_XnrXg93.original.png)
বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলা লেখার সফটওয়্যার অভ্র’র জন্য মেহদী হাসান খানকে এককভাবে একুশে পদকে ভূষিত করা হলেও অভ্র তৈরিতে সহযোগীতা করা রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফাকে একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার।
রোববার (৯ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মনিরুজ্জামান খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বাংলা লেখার সফটওয়্যার অভ্র’র জন্য মেহদী হাসান খানকে এককভাবে একুশে পদকে ভূষিত করা হলেও অভ্র তৈরিতে রিফাত নবী, তানবিন ইসলাম সিয়াম এবং শাবাব মুস্তাফাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়া এই চার গুণীকেই অভ্র’র জন্যর দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পক্ষ থেকে তাদের অভিনন্দন।’
এর আগে ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪ জন কীর্তিমান ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান/দলকে একুশে পদক ২০২৫ এ ভূষিত করেছে যা দেশের সকল স্তরের মানুষের কাছে প্রশংসিত হয়।
একুশে পদকে ভূষিত গুণীজন হলেন- আজিজুর রহমান (মরণোত্তর) (শিল্পকলা- চলচ্চিত্র), উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) (শিল্পকলা-সংগীত), ফেরদৌস আরা (শিল্পকলা-সংগীত), নাসির আলী মামুন (শিল্পকলা-আলোকচিত্র), রোকেয়া সুলতানা (শিল্পকলা-চিত্রকলা), মাহফুজ উল্লা (মরণোত্তর) (সাংবাদিকতা), মাহমুদুর রহমান (সাংবাদিকতা ও মানবাধিকার), ড. শহীদুল আলম (সংস্কৃতি ও শিক্ষা),ড. নিয়াজ জামান (শিক্ষা), মেহদী হাসান খান (বিজ্ঞান ও প্রযুক্তি), মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর) ( সমাজসেবা), হেলাল হাফিজ (মরণোত্তর) (ভাষা ও সাহিত্য), শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) (ভাষা ও সাহিত্য), মঈদুল হাসান (গবেষণা), বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল (ক্রীড়া)।