জাতীয়
ইসি সানাউল্লাহ
ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১৮টি উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
এর আগে গতকাল রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য আমরা সরকারকে আবারও তাগাদা দিয়েছি। সংস্কার কমিশনগুলোতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছি।’
অতিদ্রুত সরকার নির্বাচনের ব্যবস্থা করছেন বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন।’