DailySangram-Logo

জাতীয়

দেশ গঠনে আনসার বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য। আর এ নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দেশ গঠনে আনসার বাহিনীর  গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে - স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

স্টাফ রিপোর্টার, গাজীপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য নিরাপত্তা ও উন্নয়ন অপরিহার্য। আর এ নিরাপত্তা ও উন্নয়নে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বুধবার গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের সময় বাহিনীর সদস্যরা থানাসহ সরকারি ও বেসরকারি স্থাপনা সুরক্ষায় বিশেষ ভূমিকা রেখেছেন। পাশাপাশি, দুর্গম পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে ১৬টি আনসার ব্যাটালিয়ন।

বর্তমানে ৫১,৬৬৭ জন আনসার সদস্য সরকারি-বেসরকারি ৫,৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত সদস্যরা গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন, বিমানবন্দর ও রাষ্ট্রীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আনসার ও ভিডিপি বাহিনী ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০২৪ সালের দুর্গাপূজায় ৩২,৬৬৬টি পূজামণ্ডপে ২,১২,১৯৮ জন আনসার সদস্য মোতায়েন ছিল। এছাড়া, ভূমিদস্যু প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান ও দুর্যোগ ব্যবস্থাপনাতেও বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাহিনীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল' ও আকস্মিক বন্যার সময় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আনসার সদস্যরা বিশেষ অবদান রেখেছেন। এছাড়া, বঙ্গবাজার ও নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের সময়ও তারা তৎপর ছিলেন।

আনসার বাহিনী তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানেও ভূমিকা রাখছে। ইতোমধ্যে ডিজিটাল ডাটাবেস তৈরি, প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়ন এবং বিটাকের সহায়তায় এক লক্ষ কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। প্রধান অতিথি বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দক্ষতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসান বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।