জাতীয়
বিচারপতি আবদুর রউফ-এর প্রথম জানাযা অনুষ্ঠিত
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মরহুম আবদুর রউফ-এর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানী ঢাকার মহাখালীস্থ গাউসুল আজম জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মরহুম আবদুর রউফ-এর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বাদ আসর রাজধানী ঢাকার মহাখালীস্থ গাউসুল আজম জামে মসজিদে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, সাবেক এমপি মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং দেশের বিশিষ্ট আইনজীবী, বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষসহ বিপুল সংখ্যক মুসল্লী শরীক হন।
বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন।
তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগ, ফুসফুস, কিডনি ও বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর। মরহুমের দ্বিতীয় জানাযা আগামীকাল সোমবার ১০ ফেব্রুয়ারি বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় জানাযা বাদ মাগরিব (সোমবার ১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রধান উপদেষ্টার শোক
সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, "বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেতে বিচারপতি রউফ বার বার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।"
প্রফেসর ইউনূস আরো বলেন, “বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”