জাতীয়
বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
![1739085804-618edc2f6bd3f9b20cfa78cb3938cbb8](https://static.dailysangram.com/images/1739085804-618edc2f6bd3f9b20cfa78cb3938cbb8.original.jpg)
বিশ্ব সরকার সম্মেলনে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি রওনা হয়েছেন।
এর আগে ১১-১৩ ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণ পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা উক্ত সম্মেলন অংশগ্রহণ করার লক্ষ্যে রওনা হয়েছেন।