জাতীয়
শোক সংবাদ
সাবেক সিইসি আবদুর রউফ ইন্তেকাল করেছেন
সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ (৯৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
![75482_gono](https://static.dailysangram.com/images/75482_gono.original.png)
সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুর রউফ (৯৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
রোববার ( ৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মগবাজারের ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
“স্যার দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।”
বাংলাদেশের পঞ্চম সিইসি বিচারপতি মো. আব্দুর রউফ ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
তিনি দীর্ঘ দিন যাবৎ হৃদরোগ, ফুসফুস, কিডনি ও বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯২ বছর।
মরহুমের প্রথম জানাযা আজ বাদ আসর মহাখালী গাউসুল আযম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা আগামীকাল সোমবার ১০ ফেব্রুয়ারি বাদ যোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুমের তৃতীয় জানাযা বাদ মাগরিব সোমবার (১১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সদর থানার দাপুনিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।