জাতীয়
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে ব্রির সদর দপ্তরে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে। শুক্রবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে ব্রির সদর দপ্তরে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর একটি প্রভাতফেরি ব্রির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ব্রির মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি ব্রির বিভিন্ন সংগঠন, বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহিদ দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মাদ খালেকুজ্জামান। ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক এবং পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরএফএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান এবং দিবস উদযাপন কমিটির সদস্য-সচিব ড. মো. ইব্রাহিমসহ অন্যান্য বিভাগীয় ও শাখা প্রধানগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে ব্রির মহাপরিচালক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেয়ালিকা উন্মোচন করেন। এ সময় তিনি বলেন, "একুশের চেতনায় দেশকে আরও সামনে এগিয়ে নিতে হবে এবং এ ক্ষেত্রে নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"
পরে বি আর আর আই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ব্রির মহাপরিচালক।
এছাড়া ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনায় ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহান একুশের এই অনুষ্ঠানমালা ব্রির কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক অনন্য আবহ তৈরি করে, যা মাতৃভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।