জাতীয়
বিশ্ব ইজতেমায় হামলার হুমকি, যুবলীগ নেতা আটক
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে গাজীপুরের রনি সরকার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বিশ্ব ইজতেমায় জঙ্গি হামলার হুমকি দেওয়ার অভিযোগে গাজীপুরের রনি সরকার (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান এ তথ্য জানান।
পুলিশ কমিশনার বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার হুমকি দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়ার বারিষাব ইউনিয়ন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন জানান, আটককৃত ব্যক্তি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম মুসল্লিদের আশ্বস্ত করে বলেন, "ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, কেউ যেন গুজবে কান না দেন।"