জাতীয়
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং
নির্বাচন ডিসেম্বরে না হলে মার্চে হবে
সরকারি সব প্রতিষ্ঠানে শিগগিরই ই-ফাইলিং বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
Printed Edition
সরকারি সব প্রতিষ্ঠানে শিগগিরই ই-ফাইলিং বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রেস সচিব বলেন, আজকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গভর্নর এবং কয়েকজন উপদেষ্টাসহ অর্থনীতি উত্তরণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সরকারের সব স্তরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে ই-ফাইলিং আছে কিন্তু অন্য প্রতিষ্ঠানে দেখা গেছে তা নেই। এতে করে সরকারের ফাইলগুলো স্লো হয়ে যায়। কো-অর্ডিনেশন যেন সহজ হয় এবং দ্রুততার সঙ্গে কাজ করা যায় সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দুর্নীতি কমে আসবে, অন্যান্য দেশের অভিজ্ঞতায় সেটাই বলা যায়। যতদ্রুত সম্ভব এটা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দুর্নীতি কমাতে সব প্রকল্পে তৃতীয় পক্ষের লোকজন দিয়ে প্রকল্প মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতীতে দেখা গেছে কোন প্রকল্পে ৭০ ভাগ পর্যন্ত হরিলুট হয়েছে। তৃতীয় পক্ষ দিয়ে মূল্যায়নটা কমানো হলে সেটা কমে আসবে।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন পর্যন্ত পদত্যাগ করেননি। আমি সেটাই জানি। নতুন রাজনৈতিক দল গঠনসহ অন্যান্য বিষয়ে নাহিদ ইসলামের ইচ্ছায় হবে। এটাতে সরকার কোনো মন্তব্য করতে চায় না।
নির্বাচন নিয়ে প্রশ্ন করা হলে শফিকুল আলম বলেন, মৌসুমের ব্যাপার আছে। বর্ষাকালে নির্বাচনের মৌসুম থাকে না। ডিসেম্বরে নির্বাচন না হলে আগামী বছর মার্চের দিকে নির্বাচন সরে যাবে।