DailySangram-Logo-en-H90

জাতীয়

সুইডেনকে বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুইডেনকে বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। উন্নয়নের স্বার্থে এই সহযোগিতার আহ্বান জানিয়ে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন সিডার ডিরেক্টর জ্যাকব গ্রানিটকে ড. ইউনূস বলেন, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে তারা এই বিনিয়োগ করতে পারেন।

স্টাফ রিপোর্টার
Printed Edition
image2

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুইডেনকে বাংলাদেশে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। উন্নয়নের স্বার্থে এই সহযোগিতার আহ্বান জানিয়ে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন সিডার ডিরেক্টর জ্যাকব গ্রানিটকে ড. ইউনূস বলেন, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে তারা এই বিনিয়োগ করতে পারেন।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জ্যাকব দেখা করতে আসেন। নেপাল থেকে হাইড্রো ইলেকট্রিসিটি আমদানির ক্ষেত্রে সহযোগিতা চেয়ে ড. ইউনূস বলেন, নেপালের এই জ¦ালানি শক্তি অব্যবহৃত থেকে যাচ্ছে। তারা এই জ¦ালানি রফতানি করতে প্রস্তুত। এই জ¦ালানি আমরা কাজে লাগাতে পারি।

তিনি বলেন, সুইডিস সরকারের পলিসি অনুযায়ী বিশে^র উন্নয়নের পলিসির ভিত্তিতে সিডা বাংলাদেশকে এই সহযোগিতা করতে পারে। বাংলাদেশে আরও অনেক উন্নয়নে সিডা বিনিয়োগ করেছে বলে মনে করিয়ে দেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশের কক্সবাজারে আসা রোহিঙ্গা পুনর্বাসনে মানবিক সহযোগিতার প্রশংসা করেন ড. ইউনূস।

সিডা পরিচালক জ্যাকব জানান, কিভাবে সহযোগিতা করা যায় তা তারা বিবেচনা করছেন। বৈশি^ক পরিবর্তনের এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের সঙ্গে কিভাবে কাজ করা যায় তাও তারা বিবেচনায় নিচ্ছেন। এসময় সুইডিস কর্মকর্তারা সরকারের সংস্কারের বিষয়ে জানতে চান। প্রধান উপদেষ্টা আশা করেন, যে দেশের সংস্কার সাধনে সুইডিস সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, আমাদের সরকারের হাতে বেশি সময় নেই। তবে এর একটা ভিত্তি গড়ে দিয়ে যেতে চাই। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সবকিছু কলাপস করে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ক্ষেত্রে পুনর্নিমাণের চেষ্টা করছে। এসময় সুইডিস কর্মকর্তারা রোহিঙ্গাদের ব্যাপারে সহযোগিতা অব্যাহত রাখার আশ^াস দেন। এর আগে মিয়ানমারের দূত প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন।