DailySangram-Logo

বাংলাদেশ

সাবেক মেয়র আতিকসহ ৬ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয় জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

স্টাফ রিপোর্টার
Printed Edition

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ছয় জনকে ১৭ ফেব্রুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। এদিন ট্রাইব্যুনালে তিনটি আবেদনের ওপর শুনানি হয়। প্রথম আবেদনটি ছিল উত্তরা এলাকার কনস্টেবল হোসেন আলীকে রিমান্ডে নেয়ার বিষয়ে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১৬ ফেব্রুয়ারি তাকে একদিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন। দ্বিতীয় আবেদনটি ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ আওয়ামী লীগের ছয়জনের বিরুদ্ধে। তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে ইতোমধ্যে কারাগারে আছেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশন পক্ষ প্রোডাকশন ওয়ারেন্ট মূলে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।