DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

আগামীকাল এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ৭ম সমাবর্তন

আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাও-এ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৭ম সমাবর্তন ২০২৫ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে প্রফেসর ড. আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদ মর্যাদাসম্পন্ন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Printed Edition
AUB

আগামীকাল ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, আগারগাও-এ এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ৭ম সমাবর্তন ২০২৫ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে প্রফেসর ড. আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদ মর্যাদাসম্পন্ন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট বৃটিশ শিক্ষাবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফ্রান্সিস টি ডেভিস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক ড. মাহমুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন প্রফেসর ড. আনোয়ার হোসেন, সদস্য, ইউজিসি। আরো বক্তব্য রাখবেন তুরস্কের আংকারা ইলদ্রিন বেইজিদ ইউনিভার্সিটির প্রফেসর ইয়াসিন আকটে। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; ড. মুহাম্মাদ জাফার সাদেক, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ; ইমিরেটাস অধ্যাপক ড. শাহজাহান খান, উপাচার্য, এইউবি; অধ্যাপক ড. মোঃ নূরুল ইসলাম, ট্রেজারার, এইউবি। এ ছাড়াও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, কর্মকর্তা ও গ্রাজুয়েটগণ সমাবর্তনে অংশগ্রহণ করবেন। উক্ত সমাবর্তনে ৭০০০ গ্রাজুয়েটকে অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।