DailySangram-Logo

শিক্ষাঙ্গন

ডুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার/ এই আমাদের অঙ্গীকারথ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫থ উদযাপিত হয়েছে।

জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫থ উদযাপিত
ডুয়েটে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার/ এই আমাদের অঙ্গীকারথ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫থ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

উদ্বোধনী বক্তব্য ও গুরুত্ববহ আলোচনা

অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘১৯৫২ সালের ফেব্রুয়ারি মাস ভাষা শহিদদের মহান আত্মত্যাগের স্মারক। তাঁদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি, যা বিশ্বের ইতিহাসে বিরল। আমি মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। একই সঙ্গে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আরও বলেন, ‘একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি জ্ঞানচর্চা, আর গ্রন্থাগার হলো সেই জ্ঞানচর্চার আধার। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার জন্য বই পড়ার বিকল্প নেই। আমি সকলকে বেশি বেশি বই পড়ার আহ্বান জানাই, যাতে আমরা আলোকিত মানুষ হয়ে উঠতে পারি।থ

গ্রন্থাগারের গুরুত্ব ও আধুনিকায়ন

ভিসি মহোদয় বলেন, ‘গ্রন্থাগার কেবল বই সংরক্ষণের স্থান নয়, এটি গবেষণা, সংস্কৃতিচর্চা, চেতনা ও মূল্যবোধের বিকাশ ঘটানোর অন্যতম কেন্দ্র। এটি সমাজকে বৈষম্যহীন করতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারকে আধুনিক ও সমৃদ্ধ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।থ

আলোচনা সভা ও অতিথিদের বক্তব্য

কেন্দ্রীয় গ্রন্থাগারের লাইব্রেরিয়ান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন—

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব

পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস

ডেপুটি লাইব্রেরিয়ান মো. আবু আউয়াল সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।