DailySangram-Logo

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করলেন লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীরা

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার ১১৬তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি)-এর প্রশিক্ষণার্থীদের একটি দল সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকার ১১৬তম সিনিয়র স্টাফ কোর্স (এসএসসি)-এর প্রশিক্ষণার্থীদের একটি দল সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেন।

৩৮ জন প্রশিক্ষণার্থী—যার মধ্যে ৩৪ জন যুগ্ম সচিব, ১ জন কর্নেল, ১ জন ক্যাপ্টেন, ১ জন গ্রুপ ক্যাপ্টেন এবং ১ জন ডিআইজি—এবং ৪ জন কোর্স সদস্য এই পরিদর্শনে অংশ নেন।

প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ তাদের স্বাগত জানান। পরে বারি সেমিনার রুমে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। ইনস্টিটিউটের কার্যক্রম ও সাফল্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বারি'র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বারি'র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ এবং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।

মতবিনিময় শেষে প্রতিনিধি দল বারি'র বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করেন। তারা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।