DailySangram-Logo-en-H90

শিক্ষাঙ্গন

শাটডাউন ও লং মার্চের ঘোষণা

শিক্ষার্থীদের দাবিতে উত্তাল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা একাডেমিক শাটডাউন ঘোষণা করেছে এবং ২৫শে ফেব্রুয়ারি হাইকোর্ট অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গাজীপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। এসময় তারা তাদের ৫দফা দাবীতে বক্তব্য রাখেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Untitled

বাংলাদেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে মৌলিক পরিবর্তন আনার দাবিতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে নেমেছে। ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা একাডেমিক শাটডাউন ঘোষণা করেছে এবং ২৫শে ফেব্রুয়ারি হাইকোর্ট অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে। রবিবার বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গাজীপুর প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। এসময় তারা তাদের ৫দফা দাবীতে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি:

BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য সংরক্ষণ: MBBS/BDS ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না, এই মর্মে BMDC-এর আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। MATS শিক্ষার্থীদের BMDC থেকে রেজিস্ট্রেশন প্রদান অবিলম্বে বন্ধ করতে হবে।

ওষুধের সঠিক ব্যবস্থাপনা: চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে OTC Drug List আপডেট করতে হবে এবং শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারী চিকিৎসকরাই OTC তালিকার বাইরে ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC তালিকার বাইরে ওষুধ বিক্রি করতে পারবে না।

স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট নিরসন:

দ্রুত ১০,০০০ ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে। প্রতিবছর ৪,০০০-৫,০০০ ডাক্তার নিয়োগ দিতে হবে। সরকারী BCS পরীক্ষায় অংশগ্রহণের সর্বোচ্চ বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

MATS বন্ধ করা ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পুনর্বিন্যাস: সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) ও সংশ্লিষ্ট কলেজগুলো বন্ধ করতে হবে এবং ইতিমধ্যে পাশ করা শিক্ষার্থীদের SACMO পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

চিকিৎসকদের জন্য নিরাপত্তা আইন বাস্তবায়ন: চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষ এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাই, দাবি আদায়ে বাধ্য হয়ে তারা গণমাধ্যমের সামনে এসেছে।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, ২৩শে ফেব্রুয়ারি থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে তারা আন্দোলনে নামবে এবং ২৫শে ফেব্রুয়ারি হাইকোর্ট অভিমুখে লং মার্চ করবে। তাদের দাবি না মানা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এসময় বক্তব্য রাখেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের ইন্টানি ডা. নাজমুস সাকিব যোবায়ের, শেষ বর্ষের ছাত্র মাহাদী হাসান,৫ম বর্ষের ছাত্রী মারজিয়া বিনতে বারী প্রমুখ।