DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

অতিরিক্ত পুলিশ মোতায়েন

হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানিয়েছে।

অনলাইন ডেস্ক
image-534167-1740546672

হল ছাড়াকে কেন্দ্র করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রশাসন মুখোমুখি অবস্থান নিয়েছে। আজ সকাল ১০টার মধ্যে হল ত্যাগের ঘোষণার প্রতিবাদে গতকাল রাতে কুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেছে। কুয়েটের প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নিরাপত্তার কথা ভেবে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট প্রশাসন। ক্যাম্পাসের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েনের জন্য কেএমপি কমিশনারকে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে।

কিন্তু হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। তারা পাল্টা কুয়েট ভিসিকে সকাল ১০টার মধ্যে বাসভবন ত্যাগ করার অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার রাতে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘ফ্যাসিবাদি কায়দায় হল ভ্যাকেন্ট করে কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ফ্যাসিবাদ বিলোপের ৬ মাস পরও কুয়েট প্রশাসন সেই আগের পথে হাটছে। আমরা কোনোভাবে হল ত্যাগ করবো না।হল ছাড়তে হলে পুলিশ আর্মি দিয়ে আমাদের রক্তের উপর দিয়ে হল ছাড়াতে হবে।’

এদিকে বুধবার সকাল থেকে অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা গেছে। এ সময় তারা জানান, প্রশাসনের নির্দেশের পর পর আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কারণে আমরা বাড়িতে চলে যাচ্ছি।