DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

গাকৃবিতে নতুন ফসলের জাত পরিচিতি ও উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগ কর্তৃক উদ্ভাবিত ১৭টি ফসলের নতুন জাতের পরিচিতি ও উচ্চফলনশীল লবণাক্ততা সহিষ্ণু গম উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
gau-farmertraining
গাকৃবিতে নতুন ফসলের জাত পরিচিতি ও উৎপাদন কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিতNone

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগ কর্তৃক উদ্ভাবিত ১৭টি ফসলের নতুন জাতের পরিচিতি ও উচ্চফলনশীল লবণাক্ততা সহিষ্ণু গম উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কার্যক্রম পরিচালকের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ বুধবার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবিথর ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

প্রো ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে গাজীপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালকবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় গাজীপুরের বিভিন্ন অঞ্চলের ৪০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এরপর প্রো ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক প্রশিক্ষক হিসেবে ১৭টি নতুন ফসলের জাতের বৈশিষ্ট্য তুলে ধরেন। আলোচনায় তিনি উল্লেখ করেন, বিইউ ধান ১, বিইউ মুগ ৩-৭ ছাড়াও ছোলা, সয়াবিন, শিম প্রভৃতি ফসলের নতুন জাত উদ্ভাবিত হয়েছে, যেগুলোর কিছু উচ্চফলনশীল, কিছু ভাইরাস সহনশীল, কিছুতে সার ও পানির প্রয়োজন কম হয় এবং কোনোটি সুগন্ধিযুক্ত।

নতুন উদ্ভাবিত লবণাক্ততা সহিষ্ণু উচ্চফলনশীল গম উৎপাদনের কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা ও চিত্র উপস্থাপন করেন পরিচালক (গবেষণা) ও কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম। প্রশিক্ষণার্থীদের মধ্যে হাফেজা বেগম বলেন, "আজকের প্রশিক্ষণ থেকে আধুনিক চাষাবাদ ও নতুন জাত সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, যা চাষাবাদে কাজে লাগিয়ে লাভবান হবো।" অন্যদিকে কৃষক আহসান উদ্দিন সরকার মৌসুমী ফসল উৎপাদনের কলাকৌশল নিয়ে তার অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, "গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কৃষির উন্নয়ন এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কৃষকদের জীবনমান উন্নয়ন ও সাশ্রয়ী কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের গবেষণার মূল লক্ষ্য। তবে কল-কারখানার শিল্প বজের্যর কারণে কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে, যা মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে।"

তিনি প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণে শেখা কলাকৌশল বাস্তবায়নের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান। প্রশিক্ষণের এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের নিয়ে গাকৃবিথর গবেষণা মাঠ পরিদর্শন করেন।