DailySangram-Logo

শিক্ষাঙ্গন

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৫ অনুষ্ঠিত

গুলশানস্থ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার আফতাব নগর

Printed Edition

গুলশানস্থ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার আফতাব নগর ক্রীড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ ফখরুদ্দিন মো: কেফায়েত উল্লাহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাকাত ব্যাবস্থাপনা কেন্দ্র-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সচিব মিয়া মোহাম্মাদ আইয়ুব, পিএইচডি। প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টের খেলা উপভোগ করেন এবং শারীরিক সুস্থতা ও মানসিক প্রফুল্লতার জন্য খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অথিতি তার বক্তব্যে দেশের জন্য সুনাগরিক তৈরিতে স্কুলের অবদানের প্রশংসা করেন। ছাত্র-ছাত্রীদের ভালো পড়ালেখার পাশাপাশি ভবিষ্যতে দেশের জন্য অবদান রাখার আহবান জানান। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

উল্লেখ্য, সর্বমোট ১০টি গ্রুপে ৯০টি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা ক্রীড়ায় অংশগ্রহণ করে এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।