শিক্ষাঙ্গন
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ায় অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা
১৯৮৩ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। দেশ-বিদেশ থেকে ২৫ বছর থেকে ৬০ বছরের অধিক বয়সী শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি করেন।
Printed Edition
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া (আইআইইউএম) -এর বাংলাদেশি প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত মিলনমেলা ‘IIUM ALUMNI BANGLADESH CHAPTER GET-TOGETHER 2025’ গত শুক্রবার রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকার অ্যাসকট দি রেসিডেন্স-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার হাই কমিশনার মোহাদ শুহাদা ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মালদ্বীপের হাই কমিশনার এক্সেলেন্সি শিউনিন রশিদ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর কাজী শহীদাত কবির, পিএইচডি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট এর মহাপরিচালক ড. এম আব্দুল আজিজ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. আবুল হাসান মো. সাদেক।
১৯৮৩ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীসহ প্রায় ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থী এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। দেশ-বিদেশ থেকে ২৫ বছর থেকে ৬০ বছরের অধিক বয়সী শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি করেন।
IIUM Alumni Bangladesh Chapter-এর লক্ষ্য ও কর্মকাণ্ডের প্রশংসা করে অতিথিরা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক উন্নত করবে।
অনুষ্ঠানের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ করে, দুইজন IIUM প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়া ও মালদ্বীপের হাই কমিশনের নেতৃত্ব দিচ্ছেন-এটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। তারা বাংলাদেশ ও এর সংস্কৃতি সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি ভাগাভাগি করেছেন, যা অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল।