DailySangram-Logo

শিক্ষাঙ্গন

কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
received_548418368240720.jpeg

কুয়েটে শিক্ষার্থীদের ওপর বহিরাগত সন্ত্রাসী নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) বটতলা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।

এসময় তাদেরকে, 'লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে,' টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা,'চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা 'অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 'সন্ত্রাস করে দুই দল, লীগ আর ছাত্রদল,'ছাত্রদল হামলা করে, ইন্টেরিম কি করে,' আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে,'কুয়েটের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,' জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস,' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভ মিছিল শেষে বটতলায় একটি বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে সরকার ও রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাইদ হাসান নাইম বলেন, ছাত্রদল যে হামলা চালিয়েছে সেটি ছাত্রলীগের মতোই। আমরা এখনো বিএনপি, ছাত্রদলের হাতে দেশ তুলে দেয়নি। এখনো রাজপথে আছি। যদি ছাত্রলীগকে দেশ ছাড়া করতে পারি তাহলে ছাত্রদলকেও দেশ ছাড়া করতে পারব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, একদল ক্ষমতায় না গিয়েও একদল যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তাতে বোঝা যায় ক্ষমতায় গেলে তারা কি করতে পারে। চব্বিশে দুই হাজার শিক্ষার্থীর জীবন, রক্ত আর পঙ্গুত্বের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে আবার কেউ এসে শিক্ষার্থীদের ওপর হামলা করবে, তাদের কোপাবে এইগুলা দেখার জন্য না। আমরা পৃথিবীর অন্যতম শক্তিশালী স্বৈরশাসককে ছত্রিশ দিনে বিতাড়িত করেছি, এই ছাত্রদল বিএনপির সন্ত্রাসীদেরকে বিতাড়িত করতে ছত্রিশ মিনিটও সময় নিবেনা ছাত্রসমাজ। আপনারা গণমানুষের রাজনীতি করুন, ছাত্রসমাজের পাশে থাকেন অন্যথায় আমরা আপনাদেরকে চব্বিশের রাজাকার বলে চিহ্নিত করবো।

গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুল রশিদ জীতু বলেন, এগুলো দেখলে আমাদের রক্তক্ষরণ হয়। এই ঘটনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এগুলো করলে লীগের মতো ক্যাম্পাস ছাড়া করতে পিছপা হবো না। একটা বিশেষ শ্রেণি এটার বিপক্ষে এখনো নিশ্চুপ। যেখানে আন্দোলন হবে সেখানেই আমাদের প্রতিবাদ অবহ্যত থাকবে। সরকারের প্রতি আহ্বান ২৪ ঘণ্টার ভিতর অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে । বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।