শিক্ষাঙ্গন
বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের রেল অবরোধ
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম মেনে নিতে নারাজ শিক্ষার্থীরা। তাদের দাবির সমর্থনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করেন তারা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বেলা ৩টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ওই রুটে রেল চলাচল শুরু হয়।
গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত নাম মেনে নিতে নারাজ শিক্ষার্থীরা। তাদের দাবির সমর্থনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করেন তারা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বেলা ৩টার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ওই রুটে রেল চলাচল শুরু হয়।
শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নতুন নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ নামে গেজেট প্রকাশ করা হয়েছে। তবে তারা চান, এটি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করা হোক। দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে পুনরায় গেজেট প্রকাশের আহ্বান জানান তারা।
এই আন্দোলন একদিনের নয়; এর আগে আরও দুই দিন তারা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। সেই সময় শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন এবং পরে হাইটেক রেলস্টেশনের সামনে গিয়ে রেললাইন অবরোধ করেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ জানান, খুব শিগগির শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনিক আলোচনা অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, আগামী ১৮ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার যে দাবি শিক্ষার্থীরা জানিয়েছে, তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এ আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে সিরাজগঞ্জ এক্সপ্রেস কিছু সময় আটকে ছিল। তবে এতে হজযাত্রী থাকায় পরে সেটি ছেড়ে দেওয়া হয়। পরে বেলা সোয়া ৩টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অন্যদিকে, জয়দেবপুর স্টেশন মাস্টার মুন্না বনিক জানান, মির্জাপুরে চাঁপাইনবাবগঞ্জ মেইল, মহেড়ায় বনলতা, টাঙ্গাইলে সিল্কসিটি ট্রেন আটকে ছিল, ফলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়। এ সিদ্ধান্ত মেনে নিতে রাজি নয় শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবিতে আন্দোলন করে আসছে।
শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি হয়েছে। তবে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।