অপরাধ
টঙ্গীতে গণপিটুনিতে অজ্ঞাত যুবকের মৃত্যু
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় কয়েকজন ব্যক্তি ছিনতাইকারী সন্দেহে যুবকটিকে আটক করেন। পরে তাকে পার্শ্ববর্তী একটি বালুর মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে লাশ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে হত্যাকারিরা।
খবর পেয়ে রাত ১১টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিহত যুবকের পরিচয় শনাক্ত করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) তার আঙুলের ছাপ সংগ্রহ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।