DailySangram-Logo

অপরাধ

আশুলিয়ায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট

আশুলিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা।

Printed Edition

আশুলিয়া সংবাদদাতা : আশুলিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করেছে সন্ত্রাসীরা। ২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় আশুলিয়ার গাজিরচট, সোনিয়া মার্কেট এলাকায় ভাই ভাই এন্টারপ্রাইজ গার্মেন্টস এক্সপোর্ট গোডাউনে এ ঘটনা ঘটে। এ সময় গোডাউন ভাংচুর করাসহ ক্যাশ থেকে প্রায় সাত লাখ দশ হাজার টাকা নিয়ে যায় সন্ত্রাসীরা। জানা যায়, একটি ব্যবসায়ী সমিতি সংগঠনের নামে চাঁদা দাবি করে বিএনপির পরিচয়ধারী জসিম উদ্দিন নামে এক ব্যক্তি। চাঁদার টাকা না দেওয়ার জসিম উদ্দিনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এ বিষয়ে ভাই ভাই এন্টারপ্রাইজ এর মালিক মোঃ হানিফ মিয়া বলেন, বিএনপির পরিচয়ধারী জসিম গত তিন মাস যাবৎ বিভিন্ন ইসুতে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকার করায় জসিম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই হামলা চালায়। আমি এব্যপারে সুষ্ঠু বিচারের দাবিতে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি যার জিআর নং ৯/৮৩, তারিখ ০৩/০২/২০২৫ ইং। আশুলিয়া থানার উপপরিদর্শক মোঃ সাইফুল বলেন, এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।