DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

অপরাধ

গাজীপুরে আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলা, জামিন প্রাপ্ত দুই আসামী অপহরণ

গাজীপুর আদালত প্রাঙ্গন থেকে আইনজীবির মহরি ও অফিস স্টাফকে মারধোর করে জামিন প্রাপ্ত দুই আসামী সহদরকে অপহরণ করে নিয়ে গেছে বাদী পক্ষের লোকজন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
gazipur-courtyard
গাজীপুর আদালত প্রাঙ্গনে সন্ত্রাসী হামলা, জামিন প্রাপ্ত দুই আসামী অপহরণNone

গাজীপুর আদালত প্রাঙ্গন থেকে আইনজীবির মহরি ও অফিস স্টাফকে মারধোর করে জামিন প্রাপ্ত দুই আসামী সহদরকে অপহরণ করে নিয়ে গেছে বাদী পক্ষের লোকজন। বুধবার জনাকীর্ণ আদালত প্রাঙ্গনে দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। ওই সন্ত্রাসী হামলায় অন্তঃত ১৩ জন আহত হয়েছে। অপহৃত জামিন প্রাপ্ত আসামী শ্রীপুরের তেলিহাটি এলাকার আব্দুল মালেকের ছেলে বাবুল (৩৫) ও তার ছোট ভাই মিলন (৩০)।

গাজীপুর আইনজীবি সমিতির সেক্রেটারি অ্যাড. সিরাজুল ইসলাম ওই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শ্রীপুর থানার মারধোরের (মামলা নং ৭(১)২৫) একটি মামলায় ১৩ আসামী অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার গাজীপুর সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা স্থায়ী জামিন লাভ করেন । জামিন প্রাপ্ত ১৩ জনকে নিয়ে মহরি মতিউর রমমান আদালত প্রাঙ্গনে আসলে হামলা করে সন্ত্রাসীরা। এসময় আসামীরা আইনজীবি সমিতির সেক্রেটারির রুমের সামনে আসলে মামলার বাদী শ্রীপুর তেলিহাটি এলাকার শহীদুল্লাহর ছেলে এস এম নাজমুলসহ ৩০/৩৫ জন লোক নিয়ে বিবাদী পক্ষের উপর সশস্ত্র হামলা চালায়।হামলাকারীরা মহরি মতিউর রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আইনজীবির সহকারিসহ আসামীদের মারধোর করতে থাকে। হামলায় ছোরার আঘাতে আইনজীবির অফিস সহকারি আইয়ুব আলী (২২) গুরুতর আহত হয়। এছাড়া জামিনপ্রাপ্ত আসামী আলমগীর মৃধা (৩৭), দুলেনা (৩৫), মমতা,জয়নাল আবেদীন রাণাসহ ১৩ জন আহত হয়। পরে হামলাকারিরা জামিনপ্রাপ্ত ওই দুই আসামীকে জনাকীর্ণ আদালতের ভিতর থেকে অপহরণ করে নিয়ে যায়। এসময় আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

এই বিষয়ে গাজীপুর আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আক্তার জাহান বীথি ও সেক্রেটারির পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর আদালত এলায় আতঙ্ক ছড়িয়ে পরে। সন্ত্রাসীরা আদালত এলাকায় সশস্ত্রঅবস্থান করছে।তারা আইনজীবিদের মারধোরের হুমকি দিচ্ছে।বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি। তারা আরো জানান,আজ ( বুধবার) আমাদের কার্যনিবাহী কমিটির পূর্বনির্ধারিত সভায় আলোচনা করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ওই ঘটনার বিষয়ে গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান জানান, আদালত এলাকায় এই ধরনের ঘটনা একটি সন্ত্রাসী কর্মকান্ড। সন্ত্রাসীরা কেউ পার পাবেনা। অপহৃতদের উদ্ধার করতে পুলিশ কাজ করছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে শ্রীগ্রই গ্রেফতার করা হবে।