অপরাধ
জাসদ গণবাহিনীর দায় স্বীকার
ঝিনাইদহে তিন চরমপন্থীকে গুলী করে হত্যা
ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলী করে হত্যা করেছে জাসদ গণবাহিনী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Printed Edition
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির তিন চরমপন্থীকে গুলী করে হত্যা করেছে জাসদ গণবাহিনী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবং এই খুনের পরে অনেক গণমাধ্যম কর্মীদের ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়। চরমপন্থিরা ঘোষণা করেছে, ‘এতদ্বারা ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, যশোর ও খুলনাবাসীর উদ্দেশে জানানো যাইতেছে যে, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নামধারী কুখ্যাত ডাকাত বাহিনীর শীর্ষ নেতা অসংখ্য খুন, গুম, দখলদারি, ডাকাতি, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হরিণাকু-ু নিবাসী মো. হানিফ তার দুই সহযোগীসহ জাসদ গণবাহিনীর সদস্যদের হাতে নিহত হয়েছেন। অত্র অঞ্চলের হানিফের সহযোগীদের শুধরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। অন্যথায় আপনাদের একই পরিণতির মুখোমুখি হতে হবে।’
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ ও লিটন নামের দুইজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে।
নিহত হানিফ (৫২) হরিনাকুন্ডু উপজেলার আহাদনগর গ্রামের রাহাজ উদ্দিনের ছেলে ও লিটন (৩৫) শ্রীরামপুর গ্রামের উম্বাদ আলীর ছেলে। বাকি একজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনাস্থল থেকে নিহতদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলী করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির ৩ চরমপন্থিকে গুলী করে হত্যার দায় জাসদ গণবাহিনী স্বীকার করেছে বলে জানা গেছে।