অপরাধ
ফটিকছড়িতে যুবককে পিটিয়ে হত্যা
চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ(৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।
Printed Edition
ফটিকছড়ি সংবাদদাতা : চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ শহীদ(৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া নয়া পাড়ার সেলিমের দোকান নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শহীদ কুমিল্লা জেলার জনৈক সাইফুল ইসলামের পুত্র এবং উপজালার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় শ্বশুর বাড়ি বলে জানা গেছে।
স্থানীয় সুত্র জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে শহীদ বড় বেতুয়া এলাকায় আমানের বাড়ীতে থাকতো। শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে এলোপাতাড়ি পিটুনি দেয় আহমদ ছাফা নামের একজনের নেতৃত্বে স্থানীয় কিছু লোক। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে।