DailySangram-Logo

অপরাধ

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার

গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার হয়েছেন।

গাজীপুরে দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার
গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার হয়েছেন।

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট"-এর দ্বিতীয় দিনে আরও ৯৬ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম,গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সভাপতি আনোয়ারা সরকার আনুসহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা রয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন জানান, মহানগরের ৮টি থানা এলাকা থেকে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে:

সাবেক এমপি চয়ন ইসলাম—শ্রীপুরের টেপিরবাড়ী থেকে আত্মগোপনস্থল থেকে গ্রেপ্তার।

আনোয়ারা সরকার আনু—রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় ৭২ জন গ্রেপ্তার—ধীরাশ্রম এলাকা থেকে।

এদিকে, গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলা পুলিশের অভিযানে ২১ জনসহ মোট ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ: গত দুই দিনে মোট ১১৭ জন গ্রেপ্তার।

গাজীপুর জেলা পুলিশ: দুই দিনে ৬১ জন গ্রেপ্তার।

সর্বমোট: দুই দিনে ১৭৮ জন গ্রেপ্তার হয়েছে।

গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিশেষ অপরাধ দমনের জন্য পরিচালিত হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।