অপরাধ
উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার
২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
![উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার](https://static.dailysangram.com/images/uttaraeastps.original.png)
২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওসি মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাড়ে ৩ টার দিকে গ্রেপ্তার হন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২ আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি, গ্রেপ্তারে জড়িত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর।