DailySangram-Logo

অপরাধ

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার

২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন ডেস্ক
উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর গ্রেপ্তার
উত্তরা পূর্ব থানা

২০২৪ সালের জুলাই-আগস্টে গণহত্যার দায়ে অভিযুক্ত উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওসি মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাড়ে ৩ টার দিকে গ্রেপ্তার হন। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২ আগস্ট ডিএমপির উত্তরা পূর্ব থানার ওসি মুজিবুর রহমানকে বদলি করা হয়। নতুন ওসি হিসেবে তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি, গ্রেপ্তারে জড়িত ছিলেন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর।