অপরাধ
অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে গ্রেপ্তার ৮২ জন
এর মধ্যে ৩৪ জনকে ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেছে।
![Untitled](https://static.dailysangram.com/images/Untitled_FUelVCw.original.jpg)
দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গাজীপুরে পুলিশের অভিযানে ৮২ জন গ্রেপ্তার হয়েছে। রবিবার বিকেল পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ৪২ জন এবং গাজীপুর জেলা পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন জানান, মহানগরের ৮টি থানা এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৪ জনকে ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেছে।
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার ৫টি থানা (কালীগঞ্জ, কাপাসিয়া, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর) এলাকা থেকে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড.মোঃ নাজমুল করিম খান বলেন, "যারা দেশকে অশান্ত করতে চায়, যারা জনগণকে হুমকি দেয়—তাদের চিহ্নিত করা হচ্ছে এবং আইনের আওতায় আনা হবে। গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দুটি মামলা হয়েছে।"