DailySangram-Logo

অপরাধ

কুমিল্লা রেলস্টেশন থেকে ৮৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি অভিযান চালিয়ে ৮৭ লাখ ১৫ হাজার টাকার আতশবাজি ও কিশমিশ জব্দ করেছে। কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা অফিস
Untitled

কুমিল্লা জেলার ভারতীয় সীমান্তবর্তী রসুলপুর রেলস্টেশন থেকে বিজিবি অভিযান চালিয়ে ৮৭ লাখ ১৫ হাজার টাকার আতশবাজি ও কিশমিশ জব্দ করেছে। কুমিল্লার ব্যাটালিয়ন-১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেলস্টেশনে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে টাস্কফোর্স সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিশমিশ জব্দ করেন। এসব পণ্যের বাজার মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা।

এ এম জাহিদ পারভেজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার কুমিল্লা জেলার কোতোয়ালি থানাধীন রসুলপুর রেলস্টেশনে একটি চোরাচালানবিরোধী বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সহকারী কমিশনার রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২ হাজার ৫৭৫ পিস বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ বাজি এবং ৫৯ কেজি কিসমিস আটক করা হয়। যার সর্বমোট মূল্য ৮৭ লাখ ১৫ হাজার টাকা। জব্দকৃত সকল অবৈধ দ্রব্যসামগ্রী বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।