অপরাধ
সিগন্যাল অমান্য করে পুলিশকে ঝুলিয়ে এক কিলোমিটার ছুটল অটোরিকশা
গাজীপুরের শ্রীপুরে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে এক অটোরিকশাচালক। সিগন্যাল অমান্য করে এক পুলিশ সদস্যকে প্রায় এক কিলোমিটার অটোরিকশার সাথে ঝুলিয়ে নিয়ে গেছে সে। পরে অভিযুক্ত চালকসহ অটোরিকশাটি আটক করেছে পুলিশ।
গাজীপুরের শ্রীপুরে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে এক অটোরিকশাচালক। সিগন্যাল অমান্য করে এক পুলিশ সদস্যকে প্রায় এক কিলোমিটার অটোরিকশার সাথে ঝুলিয়ে নিয়ে গেছে সে। পরে অভিযুক্ত চালকসহ অটোরিকশাটি আটক করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানার পুলিশ জানায়, কনস্টেবল কমল দাস সড়কে দায়িত্ব পালন করছিলেন। তিনি মহাসড়কে নিষিদ্ধ থাকা সত্ত্বেও যাত্রী নিয়ে চলা এক অটোরিকশাকে থামার সংকেত দেন। চালক জনি আহমেদ (২৪) প্রথমে থামলেও, পুলিশ চাবি নেওয়ার চেষ্টা করলে তিনি দ্রুতগতিতে অটোরিকশা চালিয়ে দেন।
কমল দাস আত্মরক্ষার্থে অটোরিকশার রড ধরে ঝুলে পড়েন। এসময় চালক আরও গতি বাড়িয়ে তাকে ঝুঁকির মুখে ফেলে দেন। যাত্রীরা বারবার থামানোর অনুরোধ করলেও চালক কর্ণপাত করেননি। পরে স্থানীয়রা জামিরদিয়া এলাকায় চালককে আটক করে এবং তাকে মারধর করেন।
কমল দাস বলেন, "আমি গাড়ির চাবি নেওয়ার চেষ্টা করতেই চালক দ্রুতগতিতে চালিয়ে দেয়। আমি পড়ে যাওয়ার আশঙ্কায় রড ধরে ঝুলে থাকি। চালক আমাকে মহাসড়কে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করছিল। শেষ পর্যন্ত আমরা তাকে আটক করতে সক্ষম হই।"
মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, অভিযুক্ত চালককে আটক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।