DailySangram-Logo

অপরাধ

গাজীপুরে ফের ছাত্রদের লক্ষ্য করে আওয়ামী সন্ত্রাসীদের গুলি, আহত ১

গুলিতে আহত মোবাশ্বের হোসেন গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে মোবাশশির হোসাইন নামে এক ছাত্র আন্দোলন কর্মী আহত হয়েছেন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে মহানগরের দক্ষিন হাড়িনাল এলাকার আলী আহমেদের ছেলে।

মোবাশশির হোসাইন জানান, গাজীপুরে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শেষ করার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সে সময়, একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তার ডান হাতে গুলি লাগে।

গুলিবিদ্ধ হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মোবাশশির জানান, তিনি ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় গাজীপুরের পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

মোবাশশিরকে চিকিৎসার জন্য তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিসৎ ডা. মঞ্জুর মোরশেদ জানান, মেবাশির হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসে।তাকে ভর্তি দেয়া হয়েছে। তার হাত থেকে গুলি বের করার জন্যে ওটিতে নেয়া হয়েছে।

কারা এই হামলার পেছনে রয়েছে এবং কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঘটনার পর গাজীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।