অপরাধ
ফেসবুকে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক পোষ্টের অভিযোগে একজনে গ্রেপ্তার
ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মাধ্যমে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
স্টাফ রিপোর্টার,গাজীপুরঃ ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মাধ্যমে ধর্ম অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরীর বাসন থানার পুলিশ ভোররাতে এক অভিযানের মাধ্যমে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রজেন্দ্রনাথ রায় (৪০) নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটূক্তি করে পোস্ট দেন। বিষয়টি গোয়েন্দা নজরে আসার পর পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জিএমপি বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্ম সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য করে আসছিলেন। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ আসার পর তদন্ত করে তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্রজেন্দ্রনাথ রায় স্বীকার করেছেন যে, তিনি বিভিন্ন ধর্মীয় বিষয়ে বিতর্কিত পোস্ট করতেন। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে এ ধরনের অপপ্রচার ও বিদ্বেষমূলক মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেপ্তারকৃত ব্রজেন্দ্রনাথ রায়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।