DailySangram-Logo-en-H90

আদালত

ডেভিল হান্টে ১৫ দিনে গ্রেফতার ২২৮৬৮

যৌথ অভিযানেও থেমে নেই অপরাধ ॥ জনমনে উদ্বেগ-উৎকন্ঠা

গণমাধ্যমকর্মী শেখ জাহিদুজ্জামান। ছুটি নিয়ে কয়েকদিনের জন্য নতুন স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজার।

স্টাফ রিপোর্টার
Printed Edition

তোফাজ্জল হোসাইন কামাল : গণমাধ্যমকর্মী শেখ জাহিদুজ্জামান। ছুটি নিয়ে কয়েকদিনের জন্য নতুন স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজার। কর্মস্থল ঢাকায় ফেরার পথে শুক্রবার দিবাগত রাত ১ টা ১১ মিনিটের দিকে কুমিল্লার ইলিয়টগঞ্জে বাসে বসে দুর্নীতি দমন কমিশন বিটে কাজ করেন এমন গণমাধ্যমকর্মীদের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ ‘রিপোটার্স এগেইনিস্ট করাপশান’ এ ম্যাসেজ দেন “আমি এবং আমার সহধর্মিণী কক্সবাজার থেকে আসতেছি। রাস্তায় কুমিল্লার ইলিয়টগঞ্জে ডাকাতি হচ্ছে। আমরা খুব ভয়ে আছি। তিনি সবার সাহায্য চান। এটা দেখে গ্রুপের অন্যান্য সদস্যরা জানতে চান আপনারা কেমন আছেন ? ৯৯৯ এ কল দেয়ার পরামর্শ দেন সবাই। তখন শেখ জাহিদ জানান, পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, তাদের সামনেই ডাকাতি হচ্ছে। এ অবস্থায় তিনি পুলিশের ওপর আস্থা হারিয়ে লেখেন সেনাবাহিনীকে ঘটনাটি জানানো হলে একটা ব্যবস্থা হতো। সহকর্মীরা তাকে অভয় দিয়ে লেখেন, ব্যবস্থা করা হচ্ছে। দেখা যাক কি হয়। রাতের বীভৎসতা শেষে বাসায় ফেরেন শেখ জাহিদ দম্পতি।

পরদিন শনিবার গ্রুপে শেখ জাহিদ লেখেন, “আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। ওমন পরিস্থিতিতে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সুস্থভাবে বাসায় এসেছি। আপনাদের সবার কাছে অনুরোধ রাতে পরিবার নিয়ে কোথাও বর্তমানে যাওয়ার আগে ১০ বার ভেবে নিবেন। আমাদের চোখের সামনে ডাকাতি হলো। তার ঠিক ১০০ হাত দূরে পুলিশ দাঁড়িয়ে সব দেখছে। এই হলো দেশের বর্তমান অবস্থা। মানুষ চিৎকার করছে,সেকি আহাজারি। ঐ দৃশ্য দেখার পর থেকে ট্রমায় আছি”।

ওপরের এই বর্ণনার রেশ শেষ না হতেই শনিবার সন্ধ্যা রাতে খবর আসে কিশোরগঞ্জের ভৈরবের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে ভুয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাংচুর করে। একই সঙ্গে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মোবাইল, সোনার গহনা ও নগদ অর্থ লুট করে নেয়। ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরব থানার দুই পুলিশ অফিসারকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়। তারা হলেন উপ-পরিদর্শক মো. ফরিদুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার। এর আগে ২০ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে একদল ডাকাত একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাঙচুর করে। এরপর তারা অস্ত্রের মুখে যাত্রী ও চালকদের জিম্মি করে মোবাইল, সোনার গহনা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। নরসিংদীর রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভৈরব থানার সামনে ভুক্তভোগীদের একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন এসএম দুর্জয় নামে এক ব্যক্তি। মাত্র তিন মিনিটের ওই ভিডিওতে ডাকাতির শিকার ব্যক্তিরা তাদের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন। এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি নুরুল হক জানান, ওই রাতে মহাসড়কে পুলিশের টহল ছিল। তবে ভুয়া পুলিশ চেকপোস্ট বসিয়ে ডাকাতির কোনো তথ্য তাদের কাছে নেই।

এসব সড়ক ডাকাতির ঘটনার পর হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতরে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দেশে সম্প্রতি চুরি-ডাকাতি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সড়কে ঘটছে ডাকাতি। অন্যদিকে ১৩ কিলোমিটারের ওই সড়কটি দুর্গম পাহাড়ি এলাকায় ও চা-বাগানবেষ্টিত হওয়ায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না। কেউ বিপদে পড়লেও তাৎক্ষণিকভাবে সাহায্য পাওয়ার উপায় থাকে না। তাই রাতে যান চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল রোববার চুনারুঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট পুরোনো মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত ১০টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারী সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউনিক রোড রয়েলস নামক একটি বাস গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় পৌঁছালে বাসটি থামিয়ে যাত্রীবেশে ৮-৯ জন ডাকাত বাসে ওঠে অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। পরে ডাকাতরা বাসটিকে টাঙ্গাইলের দিকে নিয়ে চালাতে থাকে। মির্জাপুর থানাধীন সোহাগপাড়া এলাকায় নিয়ে রাত পৌনে ২টার দিকে ডাকাতরা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি শুরু করে। যাত্রীদের টাকা-পয়সা ও সোনা-রূপার গহনা ছিনিয়ে নেয়। ডাকাতরা অস্ত্রের মুখে প্রায় তিন ঘণ্টা ধরে বাসটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানী করে নেমে যায়। এ ঘটনায় তোলপাড় শুরু হলে বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের ঘটনায় মির্জাপুর থানার এএসআই মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এইচ এম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন। তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি ভোর রাতে ভুক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসার আতিকুজ্জামানকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিটি পর তারা থানা ত্যাগ করেন।

এসব সাম্প্রতিক সড়ক ডাকাতীর ঘটনার কয়েকটি। দিনে রাতে বিভিন্ন কায়দায় সড়কে ডাকাতীর ঘটনা ঘটছেই। থানা পুলিশ, হাইওয়ে পুলিশের টহলের মধ্যেই। এর বাইরে চুরি, ছিনতাই, চাঁদাবাজী, লুটপাট, খুনসহ নানা অপরাধেরও খবর পাওয়া যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। শহর কিংবা গ্রাম কোথাও কেউ নিরাপদ ভাবছেন না নিজকে। রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ছিনতাইয়ের খবর মিলছে অহরহ। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের ঘটনাগুলো ব্যপক আকারে ছড়িয়ে পড়ছে। রাস্তা ঘাটে চলাচলে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

গত ৭ ফেব্রুয়ারী রাতে গাজীপুরে প্রাণহানীর ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারী শনিবার জরুরী এক বৈঠক হয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে। এ সময় উপস্থিত সংশ্লিষ্ট আইনশৃংখলা বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সিদ্ধান্তে ওই দিন রাত থেকেই দেশব্যাপী শুরু হয় যৌথবাহিনীর অভিযান “অপারেশন ডেভিল হান্ট”। যা মূলত: পরদিন ৯ ফেব্রুয়ারী রোববার থেকে কার্যকর হয়। দেশব্যাপি এই যৌথ অভিযানের সময়েও থেমে নেই অপরাধ। অভিযানে গত ১৫ দিনে সারাদেশ থেকে ২২ হাজার ৮৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘ডেভিল’ রয়েছেন ৮ হাজার ৬৬৪জন। বাকী ১৪ হাজার ২০৪জন বিভিন্ন মামলায় পরোয়ানামূলে গ্রেফতার হয়েছেন বলে পুলিশ সদর দপ্তর জানায়।

জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাজধানীসহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে অস্ত্রধারীদের গ্রেফতার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।’

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সাজ্জাত আলী বলেছেন, সবকিছু মিলিয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই। ল’ অ্যান্ড অর্ডার ভেরি গুড। আমি মনে করি বিচ্ছিন্ন একটি-দু’টি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। এভরিথিং ইজ নরমাল।

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী চুরি, ছিনতাই, খুন ও ডাকাতি প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র‌্যাবও দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‌্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে শহিদুর রহমান এসব কথা বলেন।