DailySangram-Logo

আদালত

রমনায় বোমা হামলা

বিগত সরকারের আমলে ৪৩০ বার কজলিস্টে এসেও হয়নি আপিল শুনানি

আলোচিত রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামীদের করা আপিল শুনানির জন্য সাবেক সরকারের সময়ে ৪৩০ বার কজলিস্টে আসে।

Printed Edition

স্টাফ রিপোর্টার: আলোচিত রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় বিচারিক আদালতের রায়ের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামীদের করা আপিল শুনানির জন্য সাবেক সরকারের সময়ে ৪৩০ বার কজলিস্টে আসে।

কিন্তু আলোচিত এ মামলায় এতদিনেও শুনানি হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চে আসামী আকবর হোসেনের বিষয়ে শুনানি সম্পন্ন হওয়ার পর যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আদালতে গতকাল শুনানি করেছেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাজাহান।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, মামলাটিতে ২০১৬ সালে বিচারপতি এম ইনায়েতুর রহিমের (আপিল বিভাগের বিচারপতি) নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স শুনানির জন্য ছিল।

ওই বেঞ্চে শুনানি শুরু হলেও পরে আদালতের এখতিয়ার পরিবর্তন হওয়ায় মামলাটির শুনানি বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে মামলাটি হাইকোর্টের আরও কয়েকটি বেঞ্চের কার্যতালিকায় এলেও আদালতের এখতিয়ার পরিবর্তন ও বেঞ্চের বিচারকের পরিবর্তন এবং করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে শুনানি বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘদিন পর মামলাটি শুনানির জন্য আবারও হাইকোর্টের একটি বেঞ্চের কার্যতালিকায় আসে।

ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চে ২০২১ সালের ২৪ জুন দিন ধার্য ছিল। সেদিন রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর শুনানির দিন ধার্য করেন আদালত। কিন্তু এক বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেলে ওই বেঞ্চটি ভেঙে যায়। ফলে মামলার নথি চলে যায় প্রধান বিচারপতির কাছে। তারই ধারাবাহিকতায় বর্তমান বেঞ্চে শুনানি চলছে।