আদালত
জয়কে ‘অপহরণ ও হত্যাচেষ্টা’ মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান
ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাত বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে এ খালাস পান তিনি।
Printed Edition
ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাত বছরের সাজার রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ে এ খালাস পান তিনি। গতকাল সোমবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন। এ সময় মাহমুদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।
খালাস পেয়ে মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। ফ্যাসিবাদের পতন না হলে আমি আজ এ মামলা থেকে খালাস পেতাম না। সিএমএম আদালত প্রাঙ্গণে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের আমলে বিচার বিভাগ আওয়ামী লীগের এক্সটেনশনে পরিণত হয়েছিল। আমার বিরুদ্ধে যে হাস্যকর ভুয়া মামলা দায়ের করা হয়েছিল, এ মামলা তো জজের প্রথম দিনই ছুঁড়ে ফেলা উচিত ছিল। আমি শেখ হাসিনার পুত্র জয়কে আমেরিকায় নাকি কিডনাপের চেষ্টা করেছি। এটা কোথায় বসে করেছি, জেলাখানায় বসে করেছি। এ মামলার বিষয়ে আমার বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। আমি জানতামই না। হাসিনা এ মামলা দিয়েছিল আমাকে দীর্ঘদিন জেলে রাখার জন্য। মাহমুদুর রহমান বলেন, যে দেশে আইন আছে, বিচার আছে, গণতন্ত্র আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে সে দেশে প্রথমই এ মামলা রিজেক্ট হয়ে যেতো। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, তাই আমি বিদেশ থেকে এসে স্যারেন্ডার করেছি। আদালতে মামলা করে আজকে আমি রায় পেয়েছি। আমাকে আদালত মামলায় খালাস দিয়েছেন। তিনি বলেন, আমি আশা করবো শুধু বর্তমান সরকার নয়, ভবিষ্যতে যারা গণতান্ত্রিকভাবে সরকারে আসবে তারাও যেন বিচার বিভাগে হস্তক্ষেপ না করে। বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। এখানে যারা জজ নিয়োগ পাবেন, তাদের যেন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হয়- এটাই আমাদের স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা।
২০২৩ সালের আগস্টে এ মামলার রায়ে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানসহ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়াকে সাত বছরের কারাদ- দেয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে থেকে মামলা হওয়ার সময় পর্যন্ত জাসাসের সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও দলটির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্য দলগুলোর উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রিত হয়ে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ করে হত্যার ষড়যন্ত্র’ করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকার পর ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন মাহমুদুর রহমান। এরপর ৩ অক্টোবর আপিলের শর্তে জামিন পান তিনি। পরে গত ১২ ডিসেম্বর সাজার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন মাহমুদুর রহমান। ওইদিন জামিন পেয়েছিলেন তিনি।