DailySangram-Logo-en-H90

আদালত

এটিএম আজহারের রিভিউ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান- আজকের শুনানীতে আইনগত বিষয়ে শুনানি হয়েছে। বিচারে আন্তর্জাতিক প্রথাগত আইন প্রযোগ হয়নি। তাতে করে শুধু এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিচার নয় কাদের মোল্লাসহ সবার বিচারের প্রশ্ন এসেছে। আগামীকাল গ্রাউন্ডসহ এসব বিষয়ে শুনানি হবে।

স্টাফ রিপোর্টার
1737601939-794cdb9c73f8c687c66ee249c67e263a

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর সাবেক ভারপাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানি আজ সকালে শুরু হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ শুনানি চলে।

পরে আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত এই আবেদনের শুনানি মুলতবি করা হয়।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ জামায়াত নেতা আজহারুল ইসলামের রিভিউ আবেদনের আংশিক শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

আজহারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

WhatsApp Image 2025-02-25 at 11.45.20_8e8d9393

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের জানান- আজকের শুনানীতে আইনগত বিষয়ে শুনানি হয়েছে। বিচারে আন্তর্জাতিক প্রথাগত আইন প্রযোগ হয়নি। তাতে করে শুধু এটিএম আজহারুল ইসলাম সাহেবের বিচার নয় কাদের মোল্লাসহ সবার বিচারের প্রশ্ন এসেছে। আগামীকাল গ্রাউন্ডসহ এসব বিষয়ে শুনানি হবে।

আদালত জানিয়েছেন, আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় এই শুনানি শীর্ষে থাকবে।

এর আগে রোববার বিচারপতি মো: আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এটিএম আজহারের রিভিউ আবেদনের ওপর শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। ওইদিন রিভিউ আবেদন শুনানির জন্য উত্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, শুনানি করতে তাদের আপত্তি নেই। এটিএম আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ৯ জানুয়ারি রিভিউ আবেদনের বিষয়টি উত্থাপন করেন সিনিয়র আইনজীবী আবদুর রাজ্জাক।

তিনি বলেছিলেন, তিনি ১০ বছর ধরে মৃত্যুর সেলে আছেন। জরুরি ভিত্তিতে উনার রিভিউ আবেদন শুনানি করা দরকার। আদালত আবেদন মঞ্জুর করে ২৩ জানুয়ারি এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানির জন্য তালিকার শীর্ষে খাকবে বলে আদেশ দেন। এরপর ২৩ জানুয়ারি ২০ ফেব্রুয়ারি শুনানির জন্য রাখা হয়।

২০২০ সালের ১৯ জুলাই খালাস চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছিলেন এটিএম আজহারুল ইসলাম। ২৩ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১৪টি যুক্তি দেখিয়ে উনার খালাস চাওয়া হয়।