আদালত
দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
Printed Edition
স্টাফ রিপোর্টার : সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, সংস্থার সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান সাবেক মন্ত্রী দীপু মনির ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেয়।
দীপু মনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের দেড় দশকে তিনি পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ১৯ অগাস্ট রাতে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।
সোমবার দীপু মনি ও তার স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘জ্ঞাত আয়-বহির্ভূত’ ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দীপু মনি তার অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, আদালতে এমন অভিযোগ এনে তার ১৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন জানায় দুদক। তার এই ব্যাংক হিসাবগুলোতে ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা জমা করা হয়। এর মধ্যে তিনি ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা উত্তোলন করেছেন।
চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দীপু মনির বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক। এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা লেনদেনের তথ্য পাওয়ার কথা বলেছে সংস্থাটি।
অপরদিকে তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ১ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছে বলে দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে।