আদালত
লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামীপন্থী দুই আইনজীবী কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে কারাগারে পাঠানো হয়েছে।
Printed Edition
লক্ষ্মীপুর সংবাদদাতা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট নুরুল হুদা পাটওয়ারী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পিপি অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে তাদেরকে আদালত প্রাঙ্গণ থেকে প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়। দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে হাজির করা হয়। তাদের দু’জনকে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন না। অজ্ঞাত আসামীদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। লক্ষ্মীপুর সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা ও গুলীতে লক্ষ্মীপুরে চার ছাত্র নিহত হয়।