DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

নিজ স্কুলের সামনে প্রাণ গেল নুহার

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নুহা গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুল এর সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা সংবাদদাতা
Printed Edition

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় নুহা আক্তার নামের ২য় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সম্প্রতি উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্বপাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের ২য় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে নুহা গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুল এর সামনে পাকা রাস্তা পার হওয়ার সময় গোবিন্দপুর চৌরাস্তাগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরুত্বর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিক্ষা সফরে মর্মান্তিক দুর্ঘটনা স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষা সফরের সময় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রাশেদুল ইসলাম।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে গাজীপুর সাফারি পার্কে শিক্ষা সফরের আয়োজন করা হয়। সকালে শিক্ষার্থীদের বহনকারী বাসটি সরিষাবাড়ী থেকে রওনা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাসটি যখন সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছায়, তখন রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করলে পাশের কাঁঠাল গাছের সঙ্গে তার মাথা ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। সহপাঠী ও শিক্ষকেরা দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।