DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

গাজীপুরে শহীদ ৯ পরিবারের পাশে জেলা পরিষদ

গণঅভ্যুত্থানে ৯ শহীদ হলেন- শহীদ নাসির ইসলাম, শহীদ মো. শরীফুল ইসলাম, শহীদ মো. জাহাঙ্গীর, শহীদ মো. জাকির হোসেন রানা, শহীদ নাফিসা হোসেন মাওয়া, শহীদ মো. তুহিন, শহীদ মো. আব্দুল্লাহ আল মামুন, শহীদ মো. ইলিম হোসেন ও শহীদ সানজিদ হোসেন মৃধা।

স্টাফ রিপোর্টার
Untitled

গাজীপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৯ পরিবারের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ। গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ব্যক্তিগতভাবে শহীদদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে চেক হস্তান্তর করেন। এসময় তিনি তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহমেদ আলী আদনান, গাজীপুর জেলা পরিষদের হিসাব রক্ষক মো. আশরাফুল আলমসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

গণঅভ্যুত্থানে ৯ শহীদ হলেন- শহীদ নাসির ইসলাম, শহীদ মো. শরীফুল ইসলাম, শহীদ মো. জাহাঙ্গীর, শহীদ মো. জাকির হোসেন রানা, শহীদ নাফিসা হোসেন মাওয়া, শহীদ মো. তুহিন, শহীদ মো. আব্দুল্লাহ আল মামুন, শহীদ মো. ইলিম হোসেন ও শহীদ সানজিদ হোসেন মৃধা।

শহীদদের পরিবারকে সহায়তা দিতে জেলা পরিষদের এই উদ্যোগ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের আত্মত্যাগের স্মরণে এ সহায়তা যেন আরও বড় পরিসরে অব্যাহত থাকে—এমনটাই প্রত্যাশা সবার।