গ্রাম-গঞ্জ-শহর
রাজশাহী জেলা পরিষদ জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারকে অনুদান দিলো
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব' ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই-আগস্ট'২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহীদ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
Printed Edition
রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব' ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই-আগস্ট'২৪ ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহীদ পরিবারকে আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। গত রোববার বিকেলে জেলা পরিষদ সভাকক্ষে ছাত্র জনতার অভ্যুত্থানে রাজশাহী জেলার চার শহীদ পরিবারের প্রত্যেক পরিবাকে ২ লক্ষ টাকা অনুদানের চেক তুলে দেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ জেলা পরিষদের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।