DailySangram-Logo

গ্রাম-গঞ্জ-শহর

লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের হামলা ও গুলী চার সাংবাদিক আহত

লক্ষ্মীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণেশশ্যামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের লক্ষ্য করে গুলী ছোড়া হয়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Printed Edition

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় চার সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণেশশ্যামপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় সাংবাদিকদের লক্ষ্য করে গুলী ছোড়া হয়। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ হামলায় আহত ও গুলীবিদ্ধ হয় লক্ষ্মীপুর জেলার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার সময়ের জেলা প্রতিনিধি মো. আলাউদ্দিন, প্রচার সম্পাদক ও আলোকিত সকালের জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ এবং জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও আমার বার্তার জেলা প্রতিনিধি আব্দুল মালেক নীরব। জানা যায়, দত্তপাড়া এলাকায় হামলা ও মারধরের শিকার ভুক্তভোগী একটি পরিবারের ফোন পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে মুখোশদারী আট/দশজন দুর্বৃত্ত সাংবাদিকদের গতিরোধ করে মাথায় অস্ত্র ঠেকায়। এসময় কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি হামলা চালিয়ে রক্তাক্ত করে দুইজনকে। সাংবাদিকদের কাছে থাকা মোবাইল ফোন, মানিব্যাগ, পরিচয়পত্র, টাকা পয়সা চিনিয়ে নিয়ে নিয়ে যায় তারা। এসময় এলোপাতাড়ি গুলী ছুঁড়ে পালিয়ে যায় সন্ত্রাসী দল। এতে দুই সাংবাদিক শর্টগানের গুলীতে আহত হন।