DailySangram-Logo-en-H90

গ্রাম-গঞ্জ-শহর

ছাত্রদলের হামলায় আহত শিবির নেতা ফজলে রাব্বিকে সান্ত¡না দিলেন কেন্দ্রীয় সভাপতি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছাত্রদলের হামলায় আহত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে দেখতে গেলেন এবং শান্তনা দিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

স্টাফ রিপোর্টার, গাজীপুর
Printed Edition

গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ছাত্রদলের হামলায় আহত তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গীর শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে দেখতে গেলেন এবং শান্তনা দিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি বাসায় গিয়ে আহত ফজলে রাব্বির শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার সভাপতি মুহাম্মদ ইকবাল কবির, সেক্রেটারি মুহাম্মদ সাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন এবং যথাযথ বিচার নিশ্চিতের জন্য যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ওপর এ ধরনের হামলা শিক্ষার পরিবেশকে নষ্ট করে। আমরা চাই, শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক।